• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

আইসিসির শাস্তির কবলে গ্যাবার পিচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:১৭ পিএম
আইসিসির শাস্তির কবলে গ্যাবার পিচ

সম্প্রতি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট হয়েছে ব্রিসবেনে। এই টেস্টের জন্য যে পিচটি ব্যবহার করা হয়েছিল সেটি আইসিসি থেকে অ্যাভারেজের নিচে রেটিং পেয়ে শাস্তির কবলে পড়েছে।

অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটি ছয় উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু গ্যাবার পিচ শাস্তির কবলে পড়েছে। দুই দলের মধ্যে প্রতিযোগিতাটি দুই দিনের মধ্যে শেষ হয়েছিল। এই সময়ের মধ্যে৩৪ উইকেটের পতন ঘটেছে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারসহ অনেকেই এই পিচের সমালোচনা করেছেন। এলগার অসন্তুষ্ট হয়ে বলেন, "আমি মনে করি না যে, এটি খুব ভালো টেস্ট সহায়ক উইকেট ছিল।"

আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারি সদস্য রিচি রিচার্ডসন এই পিচের রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টিতে ‍‍`অ্যাভারেজের নিচে‍‍` বলে অভিহিত করা হয়েছে।

অ্যাভারেজের নিচে রেটিং এর কারণে ভেন্যুটি আইসিসি পিচ এবং আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার অধীনে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে। যখন একটি ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায়, তখন এটি ১২ মাসের জন্য কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারে না।

Link copied!