ইংল্যান্ডকে হারানোর পর ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। শক্তিমত্তা হোক বা ইতিহাস কোনোকিছুতেই ফরাসিদের ধারেকাছেও নেই আফ্রিকার দেশটি। কিন্তু মরক্কোকে হারাতে সম্পূর্ন শক্তি প্রয়োজন হবে বলে মনে করছেন ফ্রান্স অধিনায়ক হুগো লরিস।
চলতি বিশ্বকাপে স্বপ্নের সময় কাটাচ্ছে মরক্কো। শেষ আটে স্পেনের পর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকেও হারিয়ে দিয়েছে তারা। তবে সে যাই হোক, ফরাসিদের থেকে তো আর এগিয়ে নেই।
কিন্তু তারপরও মরক্কোকে কিছুতেই হালকাভাবে নিতে রাজি নয় ফ্রান্স। অধিনায়ক হুগো লরিসের মতে, আফ্রিকান দেশটির বিপক্ষে সচেতন থাকতে হবে, প্রয়োজন হবে সম্পূর্ন শক্তি।
লরিস বলেন, “ আমরা মরক্কোর বিপক্ষে সেমি-ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুতি নেব। বিশেষ কিছু অর্জনের জন্য আমাদের সব সামর্থ্য ও শক্তির প্রয়োজন হবে। আমরা সবাই এসব নিয়ে সচেতন আছি।”
বুধবার (১৪ ডিসেম্বর) চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।