• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় দ.আফ্রিকা নারীদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৪:৩৯ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় দ.আফ্রিকা নারীদের
ম্যাচশেষে টিয়নকে নিয়ে মাঠ ছাড়ছেন প্রোটিয়া অধিনায়ক লরা ওলভার্ড (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা নারী দল। শুধু পরাজয় নয়, এই জয়ের ফলে ইতিহাস সৃষ্টি করেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি দক্ষিণ আফ্রিকা নারীদের প্রথম জয়। 

গত ২৭ বছরে দুই নারী দলের মধ্যে ১৫টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি সহ মোট ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে, যেটিতে এটি আফ্রিকান দলের প্রথম জয়। তবে তাদের মধ্যে এখনও টেস্ট ম্যাচ হয়নি।

ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান করে। দলের পক্ষে গ্রেস হ্যারিস ছাড়া কেউই ৩০ রানের সীমা অতিক্রম করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে মাসাবাটা ৩ ওভারে ১৬ রানে ২টি উইকেট শিকার করেন।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক লরা ওলভার্ড ও তাজমিন ব্রিটস ৭৫ রান করে জয়ের ভিত্তি তৈরি করেন। লরা অপরাজিত ৫৮ ও ব্রিটস ৪১ রান করেন। পরের ব্যাটাররা সহজেই জয় নিশ্চিত করেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। এই সিরিজের নির্ণায়ক ম্যাচটি হবে ৩০ জানুয়ারি।

 

Link copied!