ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন বিজয়। যেভাবে ব্যাথায় কাতরাতে কাতরাতে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন তাতে ব্যাটিংয়ে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিজয় ঠিকই ওপেনিং পজিশনেই ব্যাটিং করতে নেমেছেন।
ঘটনা ছিল ৩৫.৩ ওভারের, বল করছিলেন আবাহনীর পেসার তানজিম হাসান সাকিব। তার করা বাউন্সার পুল করতে চেয়েছিলেন মোহামেডানের ব্যাটার আরিফুল হক। বল ঠিকমত না লাগলে উড়ে যায় ডিপ ফাইন লেগে।
এগিয়ে যেয়ে ঝাপ দিয়ে ওই বল তালুবন্দী করতে গিয়েছিলেন আবাহনীর ফিল্ডার এনামুল হক বিজয়। কিন্তু বল তো ধরতেই পারেননি, উল্টো ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছে তাকে।
পরে মাঠে বাইরেই কিছুক্ষণ চিকিৎসা নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান বিজয়। এখনও জানা যায়নি, আদৌ বিজয় আজ ব্যাটিংয়ে নামতে পারবেন কিনা। তবে তিনি শুধু ব্যাটিংয়েই নামেননি, ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন আবাহনীকে।
মোহামেডানের দেওয়া ২৩৮ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমেছে আবাহনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৩ ওভারে আবাহনীর সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। ১৭ রানে বিজয় এবং দুই রানে ব্যাটিং করছেন নাঈম শেখ।