• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ভারতে খেলার মধুর স্মৃতি ভুলতেই পারছেন না ফখর জামান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:৩৭ পিএম
ভারতে খেলার মধুর স্মৃতি ভুলতেই পারছেন না ফখর জামান
ফখর জামান। ছবি: সংগৃহীত

ইচ্ছে করলেই ভারত ক্রিকেট পরিবেশটাকে সুন্দর করে রাখতে সহযোগিতা করতে পারে। কিন্তু ‘আমরাই সবার সেরা, আমরাই সবকিছু’- এমন এক নিচু মনের পরিচয় দিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে খন্ড খন্ড করে রেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কারণে ‘গৌরবময় খেলা ক্রিকেট’ এখন দুর্নামে ভরপুর।

বছর দেড়েক আগে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। সেই প্রতিযোগিতায় খেলার সুখস্মৃতি রয়ে গেছে, তবে পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক চুক্তির পরে আগামী তিন বছর দুই দেশ একে অপরের মাটিতে গিয়ে খেলবে না। তা ভেবেই দুঃখ পেয়েছেন পাকিস্তানের ফখর জামান। ভারতে এসে কাটানো সময়ের কথা ভুলতে পারছেন না তিনি।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। নাছোড়বান্দা পড়শি দেশও। ঠিক হয়েছে, ভারত নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে। তবে সূচি প্রকাশ হওয়ার আগে দু’দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। তাতে বলা হয়েছে, আইসিসি এবং এশিয়ার ক্রিকেট সংস্থা আয়োজিত কোনও প্রতিযোগিতাতেই দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না। খেলা হবে নিরপেক্ষ দেশে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বলার পরই পাকিস্তান পাল্টা শর্ত চাপিয়েছে। জামান যা বলেছেন, তাতে প্রশ্ন উঠতে পারে, নিজের দেশের বোর্ডের উপরই কি বিরক্ত তিনি?

চুক্তির প্রসঙ্গ তুলতেই জমান বলেছেন, ‘অবশ্যই ভারতে গিয়ে খেলা মিস্ করব। বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে খুব মজা করেছিলাম। যে সমর্থন এবং আতিথেয়তা পেয়েছিলাম তার কোনও তুলনা নেই। প্রথমবার হায়দরাবাদে যাওয়ার পর স্থানীয় মানুষ আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। সব ভালবাসা যেন আমাদের জন্যই রাখা ছিল।’

জামান আরও বলেন, ‘খুব মিস্ করব এগুলো। যদি ভারত আমাদের দেশে আসত তা হলে ওদের থেকেও ভালোভাবে অভ্যর্থনা জানাতাম আমরা। আতিথেয়তাও অনেক বেশি হত। তবে ওরা আসছে না। ঠিক আছে, দুবাইয়েও ওদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।’

Link copied!