ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডের দেশ নরওয়ে। গ্রুপ `এ` তে তাদের সামনে সুযোগ ছিল নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার। কিন্তু নিজেদের ভুলে ২-১ গোলে হারতে হয় নরওয়েকে।
ম্যাচের শুরু থেকেই গোল দখলে এগিয়ে ছিল নরওয়ে। তবে রক্ষণের ভুলের খেসারত দিয়ে হয় তাদের। ম্যাচের শেষদিকে হালান্ডকে তুলে নেওয়াই কাল হয়ে দাঁড়ায় দলটির।
ম্যাচের শুরুতে গোলের দেখা পান নরওয়েজিয়ানরা। ডি-বক্সে ফাউলের শিকার হন হালান্ড। তিনিই পেনাল্টি নেন। ম্যাচের ৬১ মিনিটে বল জালে জড়াতে ভুল করেননি ম্যানসিটির হয়ে ট্রেবল জেতা এই ফুটবলার।
ম্যাচের ৮৪ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ। এটাই কাল হয়ে দাঁড়ায় দলের। ম্যাচের ৮৭ মিনিটে সমতা ফেরান স্কোতিশ খেলোয়াড় ডাইকস। এর মাত্র ২ মিনিট পর তার অ্যাসিস্টেই ব্যব্ধান তৈরি করেন ম্যাকলিন।
এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। ৩ ম্যাচ খেলা নরওয়ে ১ পয়েন্ট পেয়ে চার নম্বরে অবস্থান করছে।