• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

টানা দুই জয়ে সিরিজ ইংল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ১২:৪৮ এএম
টানা দুই জয়ে সিরিজ ইংল্যান্ডের

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আট রানের ব্যবধানেই হারলো অস্ট্রেলিয়া। আর টানা দুই জয়ে অজিদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বুধবার (১২ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের চতুর্থ ওভারেই জস বাটলারের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু পায় স্বাগতিকরা। ১০ রানের ব্যবধানে হেলসও ফিরে গেলে চাপে পড়ে ইংল্যান্ড।

এরপর দলীয় ৫৩ রানে ফেরেন অস্বস্তিতে ভোগা বেন স্টোকস। এক রানের ব্যবধানে হ্যারি ব্রুকসও ফিরলে জোড়া ধাক্কা লাগে ইংলিশদের ব্যাটিং লাইনআপে। অন্যপ্রান্তে ব্যাট হাতে সাবলীল ছিলেন ডেভিড মালান।

ছয়ে নামা মঈন আলিকে নিয়ে মালান গড়েন ৯২ রানের দুর্দান্ত জুটি। দলীয় ১৪৬ রানে চার চার ও দুই ছক্কায় ব্যক্তিগত ৪৪ রানে মঈন ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর আর কেউই বলার মতো তেমন ইনিংস খেলতে পারেননি।

১৮তম ওভারে সাত চার ও চার ছক্কায় ৪৯ বলে ৮২ রানে আউট হন মালান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ইংলিশদের ইনিংস। চার ওভারে ৩৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মার্কাস স্টয়নিস।

প্রথম ম্যাচে হারায় সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। এমন ম্যাচের প্রথম চার ওভারেই দুই ওপেনারকেই হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।  ৮ম ওভারে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও।

পরে ৪০ রানের জুটি গড়েন মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। দুজনে’র ব্যাটিংয়েই জয়ের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। দলীয় ৯১ রানে স্টয়নিস বিদায় নিলে সঙ্গী হারান মার্শ। যাওয়ার আগে ১৩ বলে ২২ রানের ইনিংস আসে স্টয়নিসের ব্যাট থেকে।

সঙ্গী হারা হওয়ার পর বেশিক্ষণ থাকেননি মিচেলও। দলীয় ১১৪ রানে ফেরেন। প্যাভিলিয়নে ফেরার আগে তিন চার ও দুই ছক্কায় ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন টিম ডেভিড। তার ২৩ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪০ রান অস্ট্রেলিয়ার হার এড়াতে পারেনি। ম্যাথু ওয়েডও ১০ বলের মোকাবিলা করেও হাঁকাতে পারেননি কোনো বাউন্ডারি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৭০ রানে শেষ হয় অজিদের ইনিংস। আট রানের পরাজয়ে সিরিজ খোয়ানোর পর এখন হোয়াইটওয়াশ হওয়ার লজ্জ্বা চোখ রাঙাচ্ছে অ্যারণ ফিঞ্চের। চার ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্যাম কুরান।

শুক্রবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

Link copied!