• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

রিজওয়ানের আউট নিয়ে বিতর্ক, সিরিজ অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০২:২২ পিএম
রিজওয়ানের আউট নিয়ে বিতর্ক, সিরিজ অস্ট্রেলিয়ার
উইকেট লাভ উদযাপন অজি বোলার প্যাট কামিন্সের। ছবি: সংগৃহীত

আগা সালমানকে নিয়ে মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ টিকেছিলেন, পাকিস্তানের জয় তখন খুব সম্ভবই মনে হচ্ছিল। তবে প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে রিজওয়ানের বিতর্কিত আউটের পর মুহুর্তেই পাল্টে গেল সব হিসাব–নিকাশ। ১৮ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টে ৭৯ রানের হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান। 

এরআগে, পার্থে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে ৩৬০ রানে পরাজিত হয় সফরকারীরা। শুক্রবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।

ম্যাচের চতুর্থ ইনিংসে ৩১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান সালমান-রিজওয়ানের ষষ্ঠ উইকেট জুটিতে পেরিয়ে যায় ২০০ রান। জয়ের জন্য পাকিস্তানের দরকার যখন ৯৮ রান, তখন কামিন্সের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরেন রিজওয়ান। অস্ট্রেলিয়ানদের আবেদনে ফিল্ড আম্পায়ার এটিকে আউট দেননি, ব্যাট বা গ্লাভসে লাগেনি বলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল রিজওয়ানকেও। তবে অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ তাকে আউট দেন। 

বল রিজওয়ানের রিস্ট ব্যান্ডের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোতে স্পাইক ধরা পড়ে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে যারপরনাই অসন্তুষ্ট দেখা গেছে পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যানকে।  

টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩১৮ ও দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে।  দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মার্শ ৯৬, ক্যারি ৫৩ ও কামিন্স ১৬ রান করেন। পাকিস্তানের হামজা ৩২ রানে ৬টি এবং শাহিন আফ্রিদি ৭৬ রানে ৪টি উইকেট লাভ করেন।

পাকিস্তান প্রথম ইনিংসে ২৬৪ রান করে। দ্বিতীয় ইনিংসে করে ২৩৭ রান। দলের পক্ষে শান মাসুদ ৬০, সালমান ৫০, বাবর ৪১ ও রিজওয়ান ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার কামিন্স ৪৯ রানে ৫টি এবং স্টার্ক ৫৫ রানে ৪টি পান।  

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের প্যাট কামিন্স। আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

Link copied!