• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭
অস্ট্রেলিয়ান ওপেন

বিতর্কেই বছরের প্রথম গ্রান্ড স্লাম, এবারের শিকার নাভারো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:৪৬ পিএম
বিতর্কেই বছরের প্রথম গ্রান্ড স্লাম, এবারের শিকার নাভারো
এমা নাভারো। ছবি : সংগৃহীত

বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনে বিতর্কের যেন শেষই হচ্ছে না। ইগা সুয়াতেকের সঙ্গে এম্মা নাভারোর ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটল, যার ফলে টুর্নামেন্টের নিয়ম নিয়েই উঠে গেল প্রশ্ন। ইগা সুয়াতেক এমনিতে এবার দুরন্ত ছন্দে রয়েছেন, তবে তার একটি শট নিয়ে দেখা দিল বিতর্ক। এক্ষেত্রে তার অবশ্য কোনও দোষ নেই।

নাভারোর বিরুদ্ধে ম্যাচে ইগা সুয়াতেক একটি শট নেন। কিন্তু নাভারো দাবি করেন সেই বলটি আসলে ডাবল বাউন্স খেয়েছে এবং তারপরই সুয়াতেক তাতে শট মেরেছে। যদিও চেয়ার আম্পায়ার কোনও রিভিউয়ের সিদ্ধান্ত নেননি, যা নিয়ে পরবর্তী সময় দেখা দেয় বিতর্ক। নাভারোকেও নিজের ফ্রাস্ট্রেশন ব্যক্ত করতে শোনা যায়।

দেখা যায় সুয়াতেক একটি সেটে প্রথমে শট নেন। এরপর রিবাউন্ড বলে বেশ কয়েকটা শট আদান প্রদানের পর নাভারোর একটি শট সুয়াতেকের কোর্টে এসে ডবল বাউন্স করে, সেই বলই ফের নাভারোর কোর্টে পাঠান সুয়াতেক। নাভারো কোনওমতে সেই শট ফেরালেও পরে সুয়াতেক সেই গেম জিতে যান। এরপরই ধারাভাষ্যকাররাও বলতে থাকেন, স্পষ্টতই ডাবল বাউন্স হয় বলটি।

ইগা সুয়াতেকের পয়েন্ট পাওয়ার পরই চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে নাভারো ভিডিও রিভিউয়ের দাবি করেন। কিন্তু সেটা হয়নি, কারণ প্লেয়ারদের রিভিউ নেওয়ার নিয়ম নেই। এরপরই নাভারো বলেন, ‘আমার মনে হয় এরকম ক্ষেত্রে পরে রিভিউ নেওয়ার সুযোগ থাকা উচিত। কারণ খেলা চলাকালীন আমি একটা শট মারলাম, ও একটা শট মারল। মনে হল ডাবল বাউন্স খেয়েছে, কিন্তু তখন খেলা থামিয়ে দেওয়া যেত না। কেউই বিষয়টিতে নিশ্চিত ছিলাম না, তাই পরে এধরণের ক্ষেত্রে রিভিউয়ের সুযোগ থাকা উচিত। উত্তেজনার বশে তখন খেলা চালিয়ে গেলেও পরে ভুল শুধরে নেওয়া উচিত।’

সুয়াতেক পাল্টা বললেন, ‘আমিও বিষয়টি নিশ্চিত ছিলাম না যে বল ডাবল বাউন্স খেয়েছে না আমার ব্যাটটি মাটিতে লেগেছে। আমি তো কন্ট্যাক্ট পয়েন্টটা দেখতেও পাইনি, কারণ আমি জোরে দৌড়াচ্ছিলাম। আমার মনে হয় এটা খেলোয়াড়দের নয়, আম্পায়ারদেরই কাজ। আমি ভার-এর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেটা না দেখতে পাওয়ায় খেলা ফের শুরু করে দেই।’

Link copied!