লা লীগার চলতি মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে দুরন্ত গতিতে ছুটছে বার্সেলোনা। লিগ টেবিলে চীরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১২ পয়েন্টে কাতালানরা । আজ রাতেই সুযোগ পাচ্ছে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার।
১২ পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের পক্ষে বার্সেলোনার সাথে পাল্লা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে। এল ক্লাসিকোতে জিতলেও পরের ম্যাচেই ভিয়ারিয়ালের বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা।
তবে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না বার্সেলোনা জাভি হার্নান্দেজ। বরং দলের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, শিরোপা জেতার পরই উদযাপন করতে হবে।
জাভি বলেন, “(লা লিগা) জেতা হয়ে গেছে তা ভাবা যাবে না, এখনও ১১টি ম্যাচ বাকি আছে। যখন লিগ জিতব, তখন আমরা তা উদযাপন করব। আমাদের এটি জিততেই হবে।”
তিনি বলেন, “আমরা নিজেদের ওপর নির্ভর করি। ১৫ পয়েন্ট হবে দুর্দান্ত একটি ব্যবধান। এতে অবশ্য সব কাজ শেষ হয়ে যাবে না, তবে এটা খুব বড় ব্যবধান হবে। লিগ জেতা হবে অসাধারণ।”
২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭১। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৫৯।