• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০২:৪৬ পিএম
অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল
ব্রাজিল দল

অলিম্পিক বাছাইপর্বে সোমবার রাতে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে দলটি। এর আগে বলিভিয়ার বিপক্ষে ২-০ ও কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।

এদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ফলে এখনো আর্জেন্টিনার চূড়ান্ত পর্ব খেলা নিশ্চিত হয়নি। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। তৃতীয় স্থানে থাকা পেরুর পয়েন্ট ৩ ম্যাচে ৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চিলি। ২ ম্যাচ থেকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি সবার নিচে থাকা উরুগুয়ে।

 অলিম্পিক ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ‘এ’ ও ‘বি’—এই দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

Link copied!