• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন তামিমের বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৪, ১০:০৩ পিএম
বিপিএলের নতুন চ্যাম্পিয়ন তামিমের বরিশাল
কুমিল্লার উইকেট পতনে বরিশাল ফিল্ডারদের উল্লাস।ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শুক্রবার সন্ধ্যায় মিরপুরে বিপিএলের দশম আসরের ফাইনালে তারা ৬ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দেয়। 

ম্যাচে কুমিল্লার ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রানের জবাবে বরিশাল করেছে ১৯ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান।

১৫৫ রানের টার্গেটে নেমে শুরু থেকেই দ্রæত রান তুলতে থাকেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। দলীয় ৭৬ রানের সময় তামিম বোল্ড হন মঈন আলির বলে। তামিম ২৬ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৯ রান করেন। সেইসঙ্গে তামিম টুর্নামেন্টের সর্বাধিক ৪৯২ রান করেছেন।  অপর ওপেনার মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮২ রানে মঈনের শিকার হওয়ার আগে ২৯ রান করেন তিনি। তবে কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম তৃতীয় জুটিতে ৫৯ রান করলে জয়ের পথ সহজ হয়। দলীয় ১৪১ রানের সময় মায়ার্স আউট হন ৫টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করে। মুশফিক ১৩ রানে ফিরে যান। মাহমুদউল্লাহ ৭ ও ডেভিড মিলার ৮ রানে অপরাজিত থাকেন।

কুমিল্লার মঈন ২৮ রানে ২টি উইকেট পান। মোস্তাফিজুর রহমান ২০ রানে ২টি উইকেট লাভ করেন। 

এরআগে টস হেওে ব্যাটিংয়ে নেমে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ৬ রানের সময় সুনিল নারিন (৫) আউট হন। এরপর দলীয় ৩০ রানে তাওহীদ হৃদয় (১৫), দলীয় ৪৬ রানে অধিনায়ক লিটন দাস (১৬), দলীয় ৬৭ রানে জনসন চার্লস (১৫), দলীয় ৭৯ রানে মঈন আলি রান আউট হন (৩), দলীয় ১১৭ রানে মাহিদুল ইসলাম (৩৮) আউট হন। আন্দ্রে রাসেল ২৭ (১৪ বলে) ও জাকের আলি ২০ রানে অপরাজিত থাকেন।  

বরিশালের জেমস ফুলার ২টি এবং কাইল মায়ার্স, সাইফউদ্দিন ও ম্যাককয় ১টি করে উইকেট পান।

 

Link copied!