• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষ, কে কোন দল পেলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৩:০৯ পিএম
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষ, কে কোন দল পেলেন
বিপিএল প্লেয়ার ড্রাফট শেষ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে আগামী বছরের শুরুর দিকে। তার আগে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) রেডিসন ব্লু হোটেলে দুপুর সাড়ে ১২টায় শুরু হয়েছে নিলাম। প্রায় আড়াই ঘন্টার নিলামে নিজেদের পছন্দের ক্রিকেটার কিনে নেন ফ্রাঞ্চাইজি গুলো। এবারের ড্রাফটে  মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। আর বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন।

এবারের বিপিএলে দেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট  নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা, রুবেলকে নিয়েছে খুলনা।

দেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

দেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে বরিশাল নিয়েছেন সাইফুদ্দিনকে। মহিদুল ইসলাম অংকন গেছেন কুমিল্লায়, সৈকত আলি চট্টগ্রামে, সিলেট নিয়েছে আরিফুল হককে, আলাউদ্দিন বাবু গেছেন ঢাকায়, রিপন মন্ডলকে নিয়েছে রংপুর, পারভেজ ইমন গেছেন খুলনায়।

দেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে হাবিবুর রহমান সোহানকে নিয়েছে খুলনা। রংপুরে গেছেন হাসান মুরাদ, ঢাকায় এসএম মেহেরাব হোসেন, সিলেটে ইয়াসির আলি রাব্বি, ইমারনুজ্জামানকে নিয়েছে চট্টগ্রাম, কুমিল্লায় রিশাদ হোসেন, সৌম্যকে নিয়েছে বরিশাল।

দেশি ক্রিকেটারদের দুই রাউন্ডের ডাক শেষে বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের ডাক হয়েছে। যেখানে প্রথমে ডাকার সুযোপ পায় চট্টগ্রাম। এরপর যথাক্রমে কুমিল্লা, ঢাকা, রংপুর, সিলেট, খুলনা, কুমিল্লা।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে কার্টিস ক্যাম্পারকে নিয়েছে চট্টগ্রাম। রাকিম কর্ণওয়ালকে নিয়েছে কুমিল্লা, ঢাকায় গেছেন লাহিরু সামারাকান, মাইকেল রিপন গেছেন রংপুরে, রিচার্ড এনগারাভা সিলেটে, কাসুন রাজিথা গেছেন খুলনায়।

বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে  দাসুন শানাকাকে নিয়েছে খুলনা, থুসারা হেমান্থাকে নিয়েছে সিলেট, ইয়াসির মোহাম্মদকে নিয়েছে রংপুর, সাদিরা সামারাবিক্রমাকে নিয়েছে ঢাকা, ম্যাথু ওয়ালটারফোল্টকে নিয়েছে কুমিল্লা, চট্টগ্রামে গেছেন বিলাল খান।

স্থানীয় ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডে প্রথমে ডাকার সুযোগ পেয়ে ঢাকা নিয়েছে নাঈম শেখকে। শাহাদাত হোসেন দিপুকে নিয়েছে চট্টগ্রাম, নাজমুল অপু গেছেন সিলেটে, কামরুল রাব্বিকে নিয়েছে বরিশাল, রংপুর নিয়েছে আবু হায়দার রনিকে, খুলনায় গেছেন মুকিদুল মুগ্ধ, কুমিল্লা নিয়েছে ইমরুল কায়েসকে।

দেশি ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে মুশফিক হাসানকে নিয়েছে কুমিল্লা, আকবর আলি গেছেন খুলনা, ফজলে রাব্বি গেছেন রংপুরে, প্রিতম কুমারকে নিয়েছে বরিশাল, সিলেটে গেছেন শফিকুল ইসলাম, চট্টগ্রামে গেছেন সালাউদ্দিন সাকিব, সাব্বির হোসেনকে নিয়েছে ঢাকা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!