• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশে ৯ মার্চের আগে হাসারাঙ্গা শুধুই দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৪:১৯ পিএম
বাংলাদেশে ৯ মার্চের আগে হাসারাঙ্গা শুধুই দর্শক
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক, কৃতি লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশে আসলেও তাকে ওই দুই ম্যাচে থাকতে হবে দর্শক হয়ে। 

প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করায় শাস্তি পেয়েছেন হাসারাঙ্গা। লঙ্কান এই টি-টোয়েন্টি তারকাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। 

আগে থেকেই হাসারাঙ্গার নামের পাশে ছিল দুটি ডিমেরিট পয়েন্ট। আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করে আইসিসির আচরণ বিধির ২.১৩ ধারা লঙ্ঘন করেন তিনি। এতে শাস্তি হিসেবে তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কাটা হয়েছে ম্যাচ ফির অর্ধেক।

আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার পাঁচটি ডিমেরিট পেলে শাস্তি হিসেবে তাকে দুটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়। অর্থাৎ, একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে তাকে নিষিদ্ধ করা হয়। তিন সংস্করণের মধ্যে দলের যে খেলা আগে, সেখানে খেলতে পারেন না শাস্তি পাওয়া ক্রিকেটার।

মার্চে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ৪ ও ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি দুটিতে খেলতে পারবেন না হাসারাঙ্গা। তবে সবকিছু ঠিক থাকলে সিলেটে ৯ মার্চ তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কান একাদশে থাকবেন তিনি। 

আফগানিস্তানের বিপক্ষে গত বুধবার টি-টোয়েন্টিতে ৩ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে আম্পায়ারিংয়ের তীব্র সমালোচনা করেন হাসারাঙ্গা। সেইসঙ্গে আম্পায়ারদের অন্য কাজও খুঁজতে বলেন তিনি। এরপরই পেলেন শাস্তি।  

ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন হাসারাঙ্গা। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
 

Link copied!