বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট , তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান দল। দুই দফায় হবে এই ম্যাচগুলো। আগেই দুইদলের মধ্যকার খেলার সূচি ও ভেন্যু নির্ধারণ হয়েছে। এবার ম্যাচ শুরুর সময়ও জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একমাত্র টেস্টটি হবে দিনে আর ওয়ানডে সিরিজ হবে দিবারাত্রির।
আগামী ১৪ জুন মিরপুর শেরে-ই-বাংলায় শুরু হবে টেস্ট ম্যাচ। প্রথম পর্বের টেস্ট খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। দেশে পৌঁছেই তিনদিন অনুশীলন করবে রশিদ খানের দল। এরপরের দিনই কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই সকাল ১০ টায় ম্যাচ খেলতে নামবে আফগানরা।
জুলাই মাসে দ্বিতীয় পর্বে শুরু হবে ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৮, ১১ জুলাইয়ে ম্যাচগুলো বেলা ২টায় শুরু হবে।
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। একমাত্র টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।