• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৯:০৬ পিএম
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ। ছবি : সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়টা সহজভাবে এসেছে টাইগ্রেদের। চট্টগ্রামে পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিগার সুলতানারা হারিয়েছে ২০ রানে। সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভেসেছেন নিগার সুলতানারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে ডায়ানা বেগের বলে আউট হয়েছেন শামীমা। তবে পাওয়ারপ্লেতে ৪৮ রান আসে বাংলাদেশের।  

পাওয়ারপ্লের পর দারুণ এক রান আউটে সোবাহানা মুস্তারিকে ফেরান মুনিবা আলী। ১১ বলে ১৬ রানের ক্যামিও খেলে ফিরেছেন সোবাহানা। নিগার সুলতানা জ্যোতির ব্যাটও তেমন একটা হাসেনি। ১৯ বলে ১০ রান করে সাদিয়া ইকবালের বলে আউট হন তিনি।

মিডল অর্ডারের ব্যর্থতায় ধীরে ধীরে রানের গতিও কমতে শুরু করে। পাওয়ারপ্লের পরের ১০ ওভারে মাত্র ৩৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। তবে শেষদিকে স্বর্ণা আক্তার আর রিতু মনির জুটিতে আবারও ম্যাচে ফিরে টাইগ্রেসরা।

পঞ্চম উইকেটে স্বর্ণা আর রিতু মিলে যোগ করেন ৩৮ রান। ২২ বলে ২৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন স্বর্ণা। ২১ বলে ১৯ রান করেন রিতু। ১২০ রানে থামে বাংলাদেশের ইনিংস।

জবাব দিতে নেমে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ধীরে ধীরে এগোচ্ছিলেন সিদ্রা আমিন এবং বিসমাহ মারুফ। সিদ্রাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রাবেয়া খান।

দলীয় ৪০ রানে মুনিবা আলী ফেরেন রান আউট হয়ে। পাকিস্তান অধিনায়ক নিদা দারও বেশিদূর যেতে পারেননি। ৬ রান করে তিনি ফিরলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

একমাত্র আগলে রেখে লড়াই চালিয়ে গেলেও ব্যক্তিগত ৩০ রানে ফিরতে হয় বিসমাহকে। তাতে লড়াই থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষদিকে ইরাম জাভেদ এবং উম্মে হানি কিছুটা লড়াই করলেও তা কেবল হারের ব্যবধান কমিয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!