• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:৪৮ পিএম
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ইংল্যান্ডের ওভালে ফাইনালের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপের দ্বিতীয় চক্র শেষ হয়েছে। প্রথম চক্রে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় চক্রেও ভারতের সব আশা ভেঙ্গে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

বুধবার (১৪ জুন) নতুন চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ড্রয়ে মোট নয়টি দল ছয়টি করে সিরিজ খেলার সুযোগ পাবে। প্রতিটি সিরিজে দুইটি করে ম্যাচ খেলবে। ছয় সিরিজে সব মিলিয়ে ১২টি  ম্যাচ খেলবে সাকিব-তামিমরা।

২০২৩-২৫ চক্রে বাংলাদেশের ছয়টি সিরিজের মধ্যে ঘরের মাটিতে তিনটি হবে হোম সিরিজ। বাকি তিনটি অ্যাওয়ে। হোম সিরিজগুলো হবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি সিরিজে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এই তিনটি সিরিজে দেশের বাইরে ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী শুক্রবার (১৬ জুন) পাঁচ ম্যাচের অ্যাশেজ দেখতে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই সিরিজ দিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে।

Link copied!