• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২৪১ রানে এগিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০২:৩৪ পিএম
পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ২৪১ রানে এগিয়ে
অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের মীর হামজার উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

আবারও স্লিপে সহজ ক্যাচ ছেড়েছেন আবদুল্লাহ শফিক। এবার মিচেল মার্শের। তিনি যখন মার্শের ওই সহজ ক্যাচ ছাড়েন, তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪৬ রানে ৪ উইকেট। মার্শের রান ২০। সেই মার্শ পরে আউট হন ৯৬ রানে। সেটাও স্লিপে সালমান আগার দুর্দান্ত ক্যাচে।

অথচ শফিকের ক্যাচ না ছাড়লে মেলবোর্নে টেস্টের গল্পটা অন্যভাবে লেখা হতে পারত। ক্রিকেট তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান। এগিয়ে আছে ২৪১ রানে । 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩১৮ রানের জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৬৪ রানে।
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত শুরু করে। ১৬ রানেই তুলে নেয় ৪ উইকেট। শুরুটা ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার উসমান খাজাকে শূন্য রানে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। এরপর আফ্রিদি ফেরান মারনাস লাবুশেনকে। পরে মীর হামজার শর্ট আউটসাইড অফে করা বলে বোল্ড হন ওয়ার্নার। হামজার পরের বলেই বোল্ড হন ট্রাভিস হেড। 

মার্শ ক্রিজে এসে স্মিথকে সঙ্গে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন। স্মিথ টেস্ট ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক পেয়েছেন। আফ্রিদির বলে দিনের একেবারে শেষ দিকে উইকেট দিয়েছেন তিনি। 

অন্যদিকে পার্থ টেস্টের দুই ইনিংসে অর্ধশতক পাওয়া মার্শ শতক পেলেন না। ১৩ চারে ১৩০ বলে ৯৬ করেন মার্শ। পাকিস্তানের হয়ে দুই উইকেট নিয়েছেন আফ্রিদি। হামজা নিয়েছেন ৩ উইকেট।

এর আগে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ৪২ রান করে কামিন্সের বলে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান ফিরে গেলেও আমের জামাল, আফ্রিদিদের ছোট ছোট জুটিতে পাকিস্তান ২৬৪ রান তুলতে পারে। 

অস্ট্রেলিয়ার হয়ে দশমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন কামিন্স। লায়ন নেন ৪ উইকেট।
 

Link copied!