• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

অজিদের দরকার ২০২ রান, কিউইদের ৬ উইকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০২:৫৪ পিএম
অজিদের দরকার ২০২ রান, কিউইদের ৬ উইকেট
উইকেট লাভের পর বেন সিয়র্সকে অভিনন্দন জানাচ্ছেন কিউই সতীর্থরা। ছবি : সংগৃহীত

দারুণ এক পাল্টা লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে এখন জয়ের আশায় রয়েছে নিউজিল্যান্ড দল। প্রথম ইনিংসে ৯৪ রানে পিছিয়ে পড়ার পরও প্রতিপক্ষ শিবিরে লড়াই ফিরিয়ে দিলেন টিম সাউদির দলের ব্যাটারেরা। জয়ের জন্য ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ৭৭। ব্যাটারদের পর কিউই বোলারদের দাপটে চাপে প্যাট কামিন্সের দল।

ম্যাচের এখনও দু’দিন বাকি। নিশ্চিতভাবেই ফলাফলের দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। জয়ের জন্য কামিন্সের দলকে করতে হবে ২০২ রান। অন্য দিকে সাউদিদের প্রয়োজন ৬ উইকেট। প্রথম টেস্টে ১৭২ রানের বিরাট ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিন খেলার শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ছিল ২ উইকেটে ১৩৪। সেখান থেকে আয়োজকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৭২ রানে। লাথাম করেন ৭৩। রাচিন করেছেন ৮২ রান। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন খেলেন ৫১ রানের ইনিংস। ৫৮ রান করেন ডারিল মিচেল। স্কট কুগেলিজন করেন ৪৪ রান। 

অস্ট্রেলিয়ার বোলার কামিন্স ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪৯ রানে ৩ উইকেট নাথান লায়নের।

জবাবে ব্যাট করতে নেমে চাপে অস্ট্রেলিয়া। মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারায় তারা। স্টিভ স্মিথ (৯), উসমান খাজা (১১), মার্নাস লাবুশেন (৬), ক্যামেরন গ্রিনেরা (৫) দলকে ভরসা দিতে পারলেন না। পঞ্চম উইকেটের জুটিতে লড়ছেন ট্যাভিস হেড ও মিচেল মার্শ, করেছেন ৪৩ রান। হেড ১৭ ও মার্শ ২৭ রানে খেলছেন। 

নিউজিল্যান্ডের বেন সিয়র্স ২২ রানে ২ উইকেট নিয়েছেন। ৩৭ রানে ২ উইকেট ম্যাট হেনরির।
 

Link copied!