• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

১৩ বছর পর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ, থাকবে না দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৩:১৭ পিএম
১৩ বছর পর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ, থাকবে না দর্শক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে ১৩ বছর পর রাজশাহীতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এটয়া আশার কথা হলেও হতাশ হওয়ার মতো কথাও আছে। শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে আন্তর্জাতিক ক্রিকেট গড়ালেও এই ম্যাচ থাকবে দর্শকশূন্য।

বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল রাজশাহীতে ১১,১৩ ও ১৫ মে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এছাড়া, ১৭ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট চার ম্যাচ অনুষ্ঠিত হলেও থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামে ঢুকতে পারবেন না কোনো দর্শক।

এই সিরিজ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজশাহীর স্টেডিয়ামে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

বিসিবির রাজশাহী ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম বলেন, "আগামীকাল (১১ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের যুবাদের ওয়ানডে সিরিজ। এছাড়া, দুদলের একটি টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। তবে কী কারণে দর্শক থাকছে না এ বিষয় আমার জানা নেই। ম্যানেজমেন্ট থেকে আমাকে বলা হয়েছে দর্শক থাকবে না, এটুকুই জানি।"
 

Link copied!