বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওপেনার ও উইকেটরক্ষক লিটন কুমার দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। ক্রিকেটীয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত নানান মুহূর্ত তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। এবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জামাইষষ্ঠী নিলেন লিটন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ছবিও প্রকাশ করেছেন।
এবারই প্রথম নয়। এর আগে নানান উৎসবের সময় তিনি আনন্দ ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সাথে। লিটনের সরস্বতী পূজায় পোস্ট করা নিজের ও স্ত্রীর ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্সও।
এবার সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান জামাইষষ্ঠীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন লিটন। ছবিতে দেখা যায় সামনে নানান রকমের খাবার নিয়ে বসে আছেন তিনি। লিটনের সামনে ২৯ পদের খাবার রাখা ছিল। ক্যাপশনে শুধু লেখা ‘জামাই ষষ্ঠী’।
উল্লেখ্য, সনাতন ধর্মের অনুসারীদের উৎসবগুলোর মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী। জামাইকে বিশেষভাবে অ্যাপায়ন করা হয় এই উৎসবের মাধ্যমে।






































