• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

২৩৬ বল হাতে রেখেই জিতল সালমারা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৮:১৪ পিএম
২৩৬ বল হাতে রেখেই জিতল সালমারা 

 

বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। সেখানে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দুই বছর খেলতে নেমেই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ৮ উইকেটের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে নারী টাইগাররা। 

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক ফাহিমা খাতুন। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পরে জিম্বাবুয়ে।  প্রথম ছয় ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কেউ। এমনকি প্রিসিয়াস মারাঞ্জি ছাড়া সবাই এক অঙ্কের ঘরেই আউট হন। দলীয় সর্বোচ্চ ১৭ রান আসে মারাঞ্জির ব্যাট থেকে। 

বোলারদের এমন দাপড়ে মাত্র ৪৮ রানে ২৩.২ বলেই সব উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রিতু মনি। 

ছোট লক্ষ্যেকে সামনে রেখে দলীয় ১০ রানেই ওপেনার মুরশিদা খাতুন বিদায় নেন। আরেক ওপেনার শামীমা আক্তারও অবশ্য ফিরেন দলীয় ২১ রানে ৮ রান করে। এরপর ফারজানা হক ও রুমানা আহমেদ মিলে আর উইকেট হারাতে দেননি। ফলে ১০.৪ ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। ২৩৬ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সালমারা। 

Link copied!