• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

বিতর্কিত ম্যাচে ব্রাজিলের নাটকীয় জয় 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৪৪ পিএম
বিতর্কিত ম্যাচে ব্রাজিলের নাটকীয় জয় 

শেষ কবে আক্রমণাত্মক খেলেও এতো কম শট লক্ষ্যে রাখতে পেরেছিলো ব্রাজিল, তা খুঁজে বের করা বেশ সময়ের ব্যাপার। তবে আজ বৃহস্পতিবার সকালে কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। ফলে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষস্থান নিজেদের দখলে রাখলো তিতের শিষ্যরা। 

ব্রাজিলের অলিম্পিক স্টেডিয়ামে খেলা শুরুর পর প্রথমার্ধের দশম মিনিটেই এগিয়ে যায় প্রতিপক্ষ কলম্বিয়া। জুয়ান কুয়াডরাডোর পাস হেড করে ব্রাজিলের জালে জড়াতে চাইছিলেন ডি বক্সে থাকা তারকা উইলমার বারিওস। তবে তিনি নাগাল না পেলেও দুর্দান্ত বাইসাইকেল কিকে দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। এরপর যেন সময়ই গড়িয়েছে। ব্রাজিল নিজেদের ছন্দ শুধু বল দখল এবং পাসের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলো, যেখানে লক্ষ্যে ছিলো রিচার্লিসনের একমাত্র শট। 

৪-৩-৩ ফর্মেশনে খেলা ব্রাজিলের সাফল্য আসে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে। ৪-৪-২ ফর্মেশনে ফিরমিনোকে নামানোর পর ব্রাজিলের খেলার গতি আরও বাড়ে। ৭৮তম মিনিটের আগে নিজের শরীরে নেইমারের শট লাগলেও খেলা চালিয়ে যাবার নির্দেশ দেন আর্জেন্টাইন রেফারি নেস্টর পিতানা। সেই সূত্রেই রক্ষণভেদ করেন ফিরমিনো, হেডে বল জালে জড়িয়ে সমতায় ফেরান ব্রাজিলকে। কোচ রেইনালদো রুয়েদার শিষ্যরা শরীরে বল লাগায় খেলা কিছুক্ষণ বন্ধ রেখেছিলো, যা গড়িয়েছে গোলের পরেও। 

এই প্রতিবাদে শেষে লাভ হয়েছে নেইমারদেরই। ইনজুরি সময় হিসেবে ১০ মিনিট যোগ হয় দ্বিতীয়ার্ধের শেষে। সেই ১০ম মিনিটে নেইমারের কর্ণার থেকেই অসাধারণ হেডে জয়সূচক গোল করেন ক্যাসিমেরো। এই জয়ে কলম্বিয়ার বিপক্ষে কিছুটা অভিজ্ঞতার সাথে আত্মবিশ্বাসও যোগ হলো ব্রাজিলের ঝুলিতে।

Link copied!