• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

ডু প্লেসিসের শতকে কুমিল্লার সংগ্রহ ১৮২


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৭:৪৪ পিএম
ডু প্লেসিসের শতকে কুমিল্লার সংগ্রহ ১৮২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০তম ম্যাচে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।

টসে জিতে কুমিল্লা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৮২ রান। 

ইনিংসের শুরুতে ১৭ রানে ওপেনার পারভেজ হোসেন ঈমনের উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় ব্যাটার মুমিনুল হকও দ্রুত বিদায় হলে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ফাফ ডু  প্লেসিসকে সাথে নিয়ে রানের গতি সচল রাখার কাজটি চালিয়ে যান।

জয়ের ব্যক্তিগত ৩১ রানে সৌম্য সরকার তাকে রানআউট করেন। তবে ডু প্লেসিস শতরান আদায় করে নেন।

তার ইনিংস থামে ঝড়োগতির ৫৪ বলে ১০১ রানে। ইনিংসটি সাজানো ১২টি চার ও ৩টি ছয়ে। কুমিল্লার ইনিংস থামে ৫ উইকেটে ১৮২ রানে।

খুলনার মেহেদি হাসান, নাভিদ-উল-হক ও ফরহাদ রেজা একটি করে উইকেট লাভ করেন।
 

Link copied!