• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২, ৩০ শাওয়াল ১৪৪৬

টি-টোয়েন্টি সিরিজও ভারতের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:১৭ এএম
টি-টোয়েন্টি সিরিজও ভারতের

কলকাতার ইডেন গার্ডেনে গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয় ৮ রানে। ওয়ানডে সিরিজের পর টানা দুই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে রোহিত শর্মারা। আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয় উইন্ডিজদের।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং সহায়ক উইকেটে ভারত বেশ ভালো সংগ্রহ করে। বিরাট কোহলির ৪১ বলে ৫২, ঋষভ পন্তের ২৮ বলে অপরাজিত ৫২* এবং ভেঙ্কটেশ আইয়ারের ১৮ বলে ৩৩ রানের ক্যামিওতে ভারত নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৮৬ রান তোলে।

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৪ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও পাওয়েলের ৬০ বলে ১০০ রানের জুটিতে আশা জাগে উইন্ডিজের। পুরান ৪১ বলে ব্যক্তিগত ৬২ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। পাওয়েল ৩৬ বলে ৬৮* রানে অপরাজিত থেকে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন। শেষ দুই ওভারে ক্যারিবিয়ানদের দরকার ছিল ২৯ রান। জয়ের আশা জাগলেও শেষ হয় পরাজয়ের হতাশাতেই। নির্ধারিত ২০ ওভারে উইন্ডিজের ইনিংস থামে ৩ উইকেটে ১৭৮ রানে। ভারত জয় পায় ৮ রানের।

রোববার (২০ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Link copied!