• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ওয়ার্ন-মার্শকে শ্রদ্ধা জানাল বাংলাদেশ ও আফগানিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৩:০৫ পিএম
ওয়ার্ন-মার্শকে শ্রদ্ধা জানাল বাংলাদেশ ও আফগানিস্তান
ছবি সংগৃহীত

গতকাল শুক্রবার (৪ মার্চ) মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মারা যান অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও রড মার্শ। তাদের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব। এই দুই কিংবদন্তিকে স্মরণ করে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। 

শনিবার (৫ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর মাঠে নামার আগে দুই কিংবদন্তিকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করে দুই দল। 

এর আগে শুক্রবার (৪ মার্চ) সকালে অ্যাডিলেডের একটি হাসপাতালে মারা যান অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট এবং ৯২টি ওয়ানডে ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার রড মার্শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছিলেন শেন ওয়ার্ন। মার্শের মৃত্যুর মাত্র ১২ ঘন্টা পর থাইল্যান্ডে তার নিজের অবকাশকেন্দ্রে অচেতন অবস্থায় পাওয়া যায় ৫২ বছর বয়সী ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়েছে তার।

Link copied!