• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আসুন, প্রাণমন দিয়ে পহেলা বৈশাখকে উদযাপন করি


মিনার মনসুর
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৬:৫৪ পিএম
আসুন, প্রাণমন দিয়ে পহেলা বৈশাখকে উদযাপন করি

বাঙালির গর্ব করার মতো একটি সম্পদ তার বৈচিত্র্য। তার শক্তি বৈচিত্র্যের ঐক্য। বৈচিত্র্যকে সবাই ধারণ করতে পারে না। বাঙালি পারে। পারে বলেই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি। পারে বলেই বাঙালি আজ অপ্রতিরোধ্য। বৈচিত্র্যের মধ্যে এই ঐক্যসাধনের সবচেয়ে বড় ও কার্যকর একটি উপলক্ষ্য হলো পয়লা বৈশাখ।

বুঝে বা না বুঝে বাঙালিদের একটি অংশ বারবার এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ব্যবহার করার চেষ্টা করেছে দেশিবিদেশি রাষ্ট্রশক্তিকেও। কিন্তু তারা কখনোই সফল হয়নি। বরং বাধা যত প্রবল হয়েছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের শক্তি ততই দুর্বার হয়ে উঠেছে। অতএব, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আসুন, প্রাণমন দিয়ে পহেলা বৈশাখকে উদযাপন করি। শুভ নববর্ষ। সকলের মঙ্গল হোক।

Link copied!