আইফোনের ক্রমবর্ধমান স্ক্রিনের আকার নিয়ে অনেক সময়ই সমালোচনার মুখে পড়ে অ্যাপল। তারপরেও ছোট স্ক্রিনের ফোনের ক্রেতা কম থাকায় কম দামেই বড় আকারের আইফোন আনার চিন্তা করছে বিশ্বসেরা এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
২০২২ সালে তুলনামূলক কম দামি আইফোন পাওয়া যাবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন দ্য ভার্জ জানায়, আগামীতে আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনে তুলনামূলক কম মূল্যেই বড় পর্দার সুবিধা যুক্ত করা হতে পারে।
৬ দশমিক ৭ ইঞ্চির কাছাকাছি আকারের ডিসপ্লের এসব আইফোনের দাম হতে পারে ৯০০ ডলারের মধ্যেই। আইফোন ১০ থেকে শুরু করে পরবর্তী সিরিজগুলোতে ‘প্রো’ মডেলটি মূলত আকারে বড় ও বেশি দামী হয়ে থাকে। তবে এর তুলনায় ছোট স্ক্রিন আর আকারের মিনি ভার্সনটির জন্য বাজারে খুব একটা চাহিদা থাকে না।
অ্যাপলের দুটি জরিপেও দেখা গেছে, বড় পর্দার স্মার্টফোনের প্রতি মানুষের আগ্রহ যেমন বাড়ছে তেমনি বড় পর্দার কারণে অনেকেই অ্যাপল ছেড়ে স্যামসাংয়ের স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। তাই ছোট ডিসপ্লের মিনি আইফোনের উৎপাদন বন্ধ করে কম দামে বড় স্ক্রিনের কম দামের আইফোন তৈরির পরিকল্পনা করছে অ্যাপল।