• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

চাঁদে বরফ পানির অস্তিত্ব!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:৩১ পিএম
চাঁদে বরফ পানির অস্তিত্ব!

চাঁদে পানির অস্থিত্ব পাওয়া গেছে। চাঁদের চির-ছায়াবৃত অঞ্চলে পানির অস্থিত্বের কথা নিশ্চিত করেছে করল চন্দ্রযান-২।

এনডিটিভি জানায়, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান মিশন চন্দ্রযান-২ এর উচ্চমানের ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির কল্যাণে চাঁদে পানির অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে।

ভারতে অবস্থিত স্পেস এপ্লিকেশন সেন্টার থেকে সম্প্রতি এই খবর ঘোষণা করেছে। তারা বলেছে, চাঁদের যে অংশে কখনও আলো পৌঁছায় না, সেখানেই বরফাকারে এই পানির অস্তিত্ব পাওয়া গেছে। আইএসআরও-এর বিজ্ঞানীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদের এই চির ছায়াবৃত অঞ্চলের নাম পার্মানেন্টলি শ্যাডোয়েড রিজেনস বা পিএসআর। যেখানে আলোর অস্তিত্ব নেই। তাই সেখানে সুস্পষ্ট ছবি তোলা সম্ভব হয় না বলে বিষয়টি অস্পষ্ট ছিল, যা এখন নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলেন, চন্দ্রযান-২ এ অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। যা দিয়ে চন্দ্রযানের স্থিত রাডারে পানির অস্তিত্ব ধরা পড়েছে।

আইএসআরও-এর প্রধান কে সিভান বলেন, “উচ্চমানের বিরল ক্ষমতাসম্পন্ন সব যন্ত্রপাতির কল্যাণেই এটা সম্ভব হলো।“

সম্প্রতি পৃথিবী থেকে তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে চন্দ্রযান-২।

Link copied!