• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে উন্মাদের কার্টুন প্রদর্শনী শুরু শুক্রবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৬:৪১ পিএম
মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে উন্মাদের কার্টুন প্রদর্শনী শুরু শুক্রবার
অনুষ্ঠানের কার্ড। ছবি : সংগৃহীত

মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে উদ্বোধন হতে যাচ্ছে উন্মাদ কার্টুন প্রদর্শনী। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কার্টুনিস্ট ড. মুহম্মদ জাফর ইকবাল এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।

এ প্রদর্শনীর মাধ্যমে মিরপুরে প্রথমবারের মতো ঋদ্ধি প্রকাশনের বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডের যাত্রা শুরু হচ্ছে। মিরপুর ১১নং সেকশনের ব্লক-ডি, রোড-৯, বাড়ি-২-এর এক ভবনে থাকছে পাঠাগার, বুক শপ, পাবলিকেশন্স, বইয়ের আর্কাইভ, ফুড কোর্ট বা ক্যাফেটেরিয়া, এক্সিবিশন গ্যালারি, ঐতিহ্যের সংগ্রহশালা, সেমিনার স্টেজ, কিডস কর্নার, সেই সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা।

এ বিষয়ে ঋদ্ধির কর্ণধার শিল্প উদ্যোক্তা, পাঠক ও সংগ্রাহক মাহবুবুল হাসান ফয়সাল বলেন, “খুব ভালো লাগছে যে, উন্মাদের প্রদর্শনীর মাধ্যমে আমাদের যাত্রা শুরু হচ্ছে। খুব তাড়াতাড়ি মিরপুরকে ঘিরে আমাদের সাংস্কৃতিক সক্রিয়তা শুরু হবে। আমাদের এখানে আছে দেশবিদেশের দুর্লভ বই। যা পাঠকরা কিনতে পারবেন। আবার এখানে বসে পড়তেও পারবেন।”

মাহবুবুল হাসান ফয়সাল আরও বলেন, “সারা জীবন বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলাম। সে শিক্ষা থেকেই এবার মিরপুরে আমাদের যাত্রা।”

আয়োজন সম্পর্কে উন্মাদ সম্পাদক ও দেশ বরেণ্য কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, “দীর্ঘদিন ধরে মিরপুরে এমন কিছুর অভাব বোধ করছিলাম। আশা করি, উন্মাদের কার্টুন প্রদর্শনী সফল হবে। একইসঙ্গে ঋদ্ধির সক্রিয়তায় মিরপুরের সাংস্কৃতিক কার্যক্রম বেগবান হবে।”

Link copied!