• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেলের ধাক্কার পর বাসচাপায় যুবক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৩:৪১ পিএম
মোটরসাইকেলের ধাক্কার পর বাসচাপায় যুবক নিহত

রাজধানীর গুলশান থানাধীন কোকাকোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় শফিকুল ইসলাম (৩৮) নামে আহত মারা গেছেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য সরকার বলেন, “গুলশানের কোকাকোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রথমে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শফিকুলের। এ সময় পেছন থেকে আসা ভিক্টর পরিবহনের আরেকটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান।”

অনিন্দ্য সরকার বলেন, “নিহত শফিকুল নদ্দা এলাকায় বসবাস করেন। ওই এলাকার আব্দুস সামাদের ছেলে তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানোর হয়েছে।
এছাড়া আমরা বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন।” 

Link copied!