• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০২:৫৫ পিএম
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর আজিমপুর এলাকায় মেয়র হানিফ মসজিদের পাশ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নূতম মিয়া বলেন, “সোমবার (২১ মার্চ) রাতে খবর পেয়ে আজিমপুর মেয়র হানিফ মসজিদের পাশের কবরস্থান থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শিশুটির বয়স আনুমানিক ১ থেকে ২ দিন হবে।”

এসআই নূতম মিয়া আরও বলেন, “কে বা কারা এই নবজাতককে ফেলে গেছে তা আশপাশের লোকজনের কাছে জানতে চাইলে কেউ কিছু বলতে পারেনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Link copied!