রাজধানীর খিলক্ষেতের কাওলা কবরস্থান সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে থানার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. সাকলাইন বলেন, “কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।”
সাকলাইন আরও বলেন, “নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”
সিআইডি ক্রাইম সিন এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।