• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রী নির্যাতন : হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০২:৪৪ পিএম
ছাত্রী নির্যাতন : হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেপ্তার
ফাইল ছবি

রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, “হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভুক্তভোগী ওই ছাত্রী একটি মামলাও করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!