দেশের সব আন্তনগর ট্রেন আজ (৯ ফেব্রুয়ারি) থেকে সব আসনে যাত্রী নিয়ে চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হবে।
এ ক্ষেত্রে স্বাভাবিক সময়ের মতো অর্ধেক আসনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাকি অর্ধেক আসনের টিকিট পাওয়া যাবে রেলস্টেশনের কাউন্টার থেকে।
ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট স্টেশন কাউন্টারে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তবে আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির খেয়াল রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।