• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৮:৪৮ এএম
পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বংশালে ডেকোরেশনের কাজ করতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে উজ্জ্বল মুন্সী (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় চান বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

উজ্জ্বলের সহকর্মী বিল্লাল মিয়া বলেন, “সন্ধ্যায় চান বাবুলের বাড়ির পাঁচতলায় লাইটিংয়ের কাজ করার সময় উজ্জ্বল মুন্সী অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে অবহিত করা হয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!