• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘রেমাল’ কখন রাজধানী অতিক্রম করতে পারে, জানালেন আজিজুর রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০১:২০ পিএম
‘রেমাল’ কখন রাজধানী অতিক্রম করতে পারে, জানালেন আজিজুর রহমান
বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে যশোর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। যা আরও উত্তরপূর্ব দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এছাড়া এটি সোমবার (২৭ মে) বেলা ৩টা নাগাদ রাজধানী ঢাকা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। তবে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে যাবে।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।

রেমালের অবস্থা তুলে ধরে আজিজুর রহমান বলেন, “ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাজধানী ঢাকার ওপর দিয়ে গেলেও তেমন কোনো প্রভাব ফেলবে না। সামান্য বৃষ্টিপাত হবে।”

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, “ঢাকায় সকাল ৬টায় বাতাসের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার। ভোর থেকে ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারা দিন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হবে। এর সঙ্গে থাকবে দমকা হাওয়া। মঙ্গলবার (২৮ মে) ঢাকার আবহাওয়া স্বাভাবিক হতে পারে।”

আজিজুর রহমান আরও বলেন, “আমরা যে পথের কথা বলেছিলাম, ঘূর্ণিঝড় সেই পথ দিয়ে অতিক্রম করেছে। সাগরে যেসব ট্রলার নিরাপদে আছে, তাদের আগামী ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!