• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

সকালে কাজে গেলেন, বিকেলে আর ফেরা হলো না তাদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:০২ পিএম
সকালে কাজে গেলেন, বিকেলে আর ফেরা হলো না তাদের
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভবন ও পাশের দুটি ভবনের কেমিক্যালের গোডাউনে লাগা আগুনে দগ্ধ ও আহত ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই তথ্য জানা যায়।

ফায়ার সার্ভিস পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, ‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, প্রথমে কসমিক ফার্মায় আগুন লাগে পরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশের আরও ২টি ভবনে আগুন লাগে। এগুলো ডায়িং অ্যান্ড ওয়াশ জাতীয় কেমিক্যালের কারখানা।

আগুন লাগা ভবনগুলোয় এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। কেমিক্যাল গোডাউনের বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।

এদিকে মেডিকেল প্রতিবেদক জানান, দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাওন বিন রহমান জানান, দুপুর আড়াইটার দিকে মিরপুরের কসমিক ফার্মায় অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সুরজ (৩০) শরীরে দুই শতাংশ দগ্ধ এবং মো. মামুন বয়স ৩৫ শরীরে ইনহেলিশন ইনজুরি নিয়ে জরুরি বিভাগে এসেছে। তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া মো. সোহেল (৩২) নামে আরও একজনকে শরীরে ইনহেলিশন ইনজুরি অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

Link copied!