বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন। তিনি বলেন, “তাদের অপকর্মের রেকর্ড আমাদের হাতে রয়েছে। সময় হলে জনসমক্ষে নাম প্রকাশ করবো।”
রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের আরও বলেন, “যদি তারা জুলাই সনদের চেতনার সঙ্গে বেঈমানি করে, তাহলে জনগণ তাদের পতিত ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর রূপে প্রত্যাখ্যান করবে।”
এই মানববন্ধনের মূল দাবি ছিল: জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিত করা,তীয় নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির বাস্তবায়ন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার।
ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
সরকারের প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, “আপনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, তবে আপনার চারপাশে যারা আছেন, তারা সবাই আপনার মতো নন। তারা আপনাকে বিভ্রান্ত করছে এবং ব্যবহারের চেষ্টা করছে।”
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হাসিনা সরকার টিকেছিল ১৬ বছর, তবে আপনারা যদি সেই পথেই চলেন, তাহলে কয়েক মিনিটও টিকবেন না।”
ডা. তাহের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, “সংস্কারের কথা বললেও ঐকমত্য কমিশনে তারা প্যাঁচ লাগায়।” যদিও গণভোটে সম্মত হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান, তবে অভিযোগ করেন যে, “তারা জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করতে চায়—যা বাস্তবসম্মত নয়।”
তিনি প্রস্তাব করেন, গণভোট আলাদাভাবে, ১৫ নভেম্বর আয়োজন করা যেতে পারে। “এটা জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবেও ব্যবহার করা যেতে পারে,” বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা—এটিএম মাছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ইয়াছিন আরাফাত ও ড. হেলাল উদ্দিন।
এটিএম মাছুম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে তবেই জাতীয় নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। বর্তমান পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “৫ আগস্ট বাংলাদেশ একটি নতুন পরিচয় পেয়েছে, ১,৪০০ শহীদের আত্মত্যাগকে স্মরণে রেখে সরকারকে জনগণের ৫টি মৌলিক দাবি মানতে হবে।”
‘ফ্যাসিবাদ আর ফিরবে না’—জামায়াতের দৃপ্ত ঘোষণা
জামায়াত জানায়, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি রাজনৈতিক দল অংশ নেয়।
ডা. তাহেরের শেষ হুঁশিয়ারি, “জনগণের দাবি আদায়ে যা দরকার, আমরা তা করবো। আলোচনার জন্য প্রস্তুত, তবে দ্বিমুখী নীতি নয়।”