গাইবান্ধায় ভোট সুন্দর হচ্ছে : ইসি রাশেদা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১২:৪৮ পিএম
গাইবান্ধায় ভোট সুন্দর হচ্ছে : ইসি রাশেদা
ফাইল ছবি

গাইবান্ধা-৫ আসনে ভোট সুন্দর ও ভালো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বুধবার (৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা বলেন, “গাইবান্ধা-৫ আসনের ভোটে কেন্দ্রে কোনো ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি।”

রাশেদা সুলতানা আরও বলেন, “আমরা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে পরিস্থিতি দেখতে পেয়েছিলাম, সে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি না।”

এই নির্বাচন কমিশনার বলেন, “ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন, ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ওখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনো আমাদের চোখে পড়েনি।”

ভোটারদের উপস্থিতি নিয়ে ইসি রাশেদা বলেন, ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, চরাঞ্চলে খুবই দুর্গম জায়গা রয়েছে। এ জন্য এখন একটু কম। আশা করি ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।

Link copied!