• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রাজধানীর চার ক্লাব-সংস্থায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৬:০৫ পিএম
রাজধানীর চার ক্লাব-সংস্থায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
মতিঝিল পাড়ার ওয়ারী ক্লাব। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। চলছে ভোট গণনা। দেশের অধিকাংশ ভোট কেন্দ্রই শিক্ষা প্রতিষ্ঠানে। তবে খানিক ব্যাতিক্রমী চিত্র রাজধানীর ঢাকা-৮ আসনে। এই আসনে চারটি কেন্দ্র রয়েছে ক্রীড়া সংগঠনের।

১৮৯৮ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী এবারের নির্বাচনে একটি ভোট কেন্দ্র। ১২৬ বছরের পুরনো এই ক্লাবটির  কয়েক গজ সামনেই সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। এটাও একটা ভোট কেন্দ্র।

মতিঝিল ক্লাব পাড়ায় আরেকটি ভোট কেন্দ্র ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। এই সংস্থার হল রুমে ভোট প্রদান করেন ভোটাররা। একসময়ে ঢাকা ফুটবলের তৃতীয় শক্তি ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ক্লাবও এবারের নির্বাচনে একটি ভোট কেন্দ্র। 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে ব্রাদার্স ইউনিয়ন। নির্বাচন উপলক্ষ্যে খেলা বন্ধ থাকায় ক্যাম্পও বন্ধ রয়েছে। তাই ক্লাবে কোনো খেলোয়াড় নেই। ওয়ারী, ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় এখন খেলোয়াড়দের ক্যাম্প নেই। সোনালী অতীত ক্লাবে মূলত সাবেকদের বৈকালিক ফুটবল আর সান্ধ্যকালীন আড্ডা হয়।
 

Link copied!