• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এবার ডিবি কার্যালয়ে ভাত খেলেন মার্কিন প্রতিনিধিরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৭:১৩ পিএম
এবার ডিবি কার্যালয়ে ভাত খেলেন মার্কিন প্রতিনিধিরা
ডিবি কার্যালয়ে ভাত খাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

এবার ডিবি কার্যালয়ে মার্কিন প্রতিনিধির একটি দলকে মধ্যাহ্নভোজ করিয়ে ফের আলোচনায় এসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশের কার্যালয়ে আসেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষকদল। সেখানে একটি বৈঠক শেষে তাদের আপ্যায়ন করান হারুন অর রশীদ।

ডিবি সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদের সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

পর্যবেক্ষকদলে ছিলেন, আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।

শুধু খাবার নয়, প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ডিবি প্রধান। বৈঠকে প্রতিনিধিদল জানাতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত বছর বিভিন্ন সময় ডিবি কার্যালয়ে বিশিষ্টজনদের মধ্যাহ্নভোজ করান হারুন অর রশীদ।

Link copied!