নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পুর প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে। ‘আগামী প্রকাশনী’ নামের একটি প্রতিষ্ঠান বইটি প্রকাশ করেছে।
রোববার (১৬ এপ্রিল) প্রকাশক ওসমান গনি ও গবেষক ড. এম আবদুল আলীম বইটি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, বইটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি অসীম শ্রদ্ধায় উৎসর্গ করা হয়েছে। এটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। ২০৪ পৃষ্ঠার রয়েল সাইজের বইটির মূল্য ধরা হয়েছে ৯০০ টাকা।
১৯৯৯ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্পুর লেখা একুশটি কলাম ও স্মৃতিচারণমূলক লেখা, তিনটি সাক্ষাৎকার এবং তার জীবন সম্পর্কিত একটি দীর্ঘ প্রবন্ধ গ্রন্থটিতে স্থান পেয়েছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার দুষ্প্রাপ্য ও ঐতিহাসিক কিছু আলোকচিত্র বইটিতে যুক্ত করা হয়েছে।