সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে ফেরত পাঠানো হয়েছে।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। পরে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মিলন বলেন, আমি ভুল করে পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার ‘মিলন’ নামটি লেখা নেই। পাসপোর্টজনিত ভুলের কারণেই ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।






























