• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সময়ে পরিবর্তন এনে শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:১৬ পিএম
সময়ে পরিবর্তন এনে শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত
ঢাকার মেট্রোরেল। ছবি : সংগৃহীত

এখন থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল। আগামী ২০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে এটি কার্যকর হবে। তবে এদিন দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। এ ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই চলবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিএমটিসিএলের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬-এর মেট্রোট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!