বৃষ্টি হওয়ায় বেশ কিছুদিন ধরে ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। রোববার (২০ জুলাই) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক ৬২। দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ৩২।
আইকিউইয়ার অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী কিনসাসা। শহরটির বায়ুমান ১৭০, অর্থাৎ এই শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৫৩ স্কোরে এই শহরটির বাতাসের মানও অস্বাস্থ্যকর। এ ছাড়া স্কোর ১৪৯ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর ও ১৩৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই শহর দুটির বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের প্রতিবেদনে বলা হয়, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।