• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

১৪ দলের সমাবেশ বুধবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০৯:১৩ পিএম
১৪ দলের সমাবেশ বুধবার

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিএনপির ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ সমাবেশ ডেকেছে কেন্দ্রীয় ১৪ দল। বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

মঙ্গলবার (১ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সোমবার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে জোট নেতাদের এক বৈঠকে বুধবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, “১৪ দল বিগত দিনে যেভাবে সোচ্চার ছিল, আন্দোলন-সংগ্রাম করেছিল, ঠিক সেভাবে ২ আগস্ট থেকে মাঠে নামবে। প্রাথমিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করব।”

Link copied!