• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সুপ্রিম কোর্টের ঘটনা অনাকাঙ্ক্ষিত : ডিবিপ্রধান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৩:৩১ পিএম
সুপ্রিম কোর্টের ঘটনা অনাকাঙ্ক্ষিত : ডিবিপ্রধান

সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত বলে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। তিনি বলেছেন, “সুপ্রিম কোর্টের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আমাদের বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।”

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ-সাংবাদিকদের ধাক্কাধাক্কির বিষয়ে হারুন অর রশিদ বলেন, “সাংবাদিক ও পুলিশ আগের মতোই একসঙ্গে কাজ করবে। আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি। তবে বুধবার (১৫ মার্চ) যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।”

এদিকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ, র‍্যাবের সঙ্গে বিপুল পরিমাণ সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

Link copied!