• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সন্ধ্যায় শরিকদের সঙ্গে বসবেন শেখ হাসিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৪:৪৮ পিএম
সন্ধ্যায় শরিকদের সঙ্গে বসবেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জোটের প্রধান শেখ হাসিনা।

তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, শরিকরা ইতোমধ্যে যে কয়টি আসন প্রত্যাশা করেছেন এবং এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন আসন, সেই সংক্রান্ত তালিকাও তারা জমা দিয়েছেন। এই তালিকা আগামীকালের বৈঠকে জোটের সমন্বয়ক উপস্থাপন করবেন বলে জানা গেছে।

এরপর শেখ হাসিনা সেই তালিকা বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত জানাবেন। আজকের বেঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে, বিষয়টি এমন নয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!