• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

সাগরে লঘুচাপ, বাড়তে পারে রাতের তাপমাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ১২:৩২ পিএম
সাগরে লঘুচাপ, বাড়তে পারে রাতের তাপমাত্রা

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী দুই দিনে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া বাকি ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। তবে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

Link copied!